সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর, সম্পাদক থানায়

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃতু্যদন্ড কার্যকর হওয়া কাদের মোলস্নাকে 'শহীদ' লেখায় দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। পরে এই পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পুলিশে সোপর্দ করেছেন তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে শুক্রবার বিকাল ৫টার দিকে বড় মগবাজার এলাকায় স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধরা। মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, 'আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করতে পারি না। যে কেউ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে আমরা তা প্রতিহত করবই।' দৈনিক সংগ্রামের কার্যালয়টি জামায়াত-শিবিরের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মামুন বলেন, 'আমরা সেসব প্রমাণ পুলিশকে দেখিয়েছি। আমরা সম্পাদককে পুলিশের হাতে সোপর্দ করেছি। সম্পাদক তখন জনতার সামনে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।' আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগ্রাম পত্রিকার 'ডিক্লারেশন' বাতিলের দাবি জানান তিনি। মামুন বলেন, 'এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।' সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে জানিয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপস্নব বিজয় তালুকদার বলেন, 'তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' শুক্রবার দৈনিক সংগ্রামের প্রথম পাতায় 'শহীদ আবদুল কাদের মোলস্নার ৬ষ্ঠ শাহাদাৎবার্ষিকী আজ' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদ জানাতে সংগ্রামের কার্যালয়ে আসার আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি সংগ্রাম পত্রিকার কয়েকটি কপি আগুনে পোড়ান ছাত্রলীগের একদল নেতাকর্মী।