সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জ্যাম মোকাবিলায় পুতুল মোতায়েন! যাযাদি ডেস্ক ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে ভয়াবহ জ্যাম ও বেপরোয়া চালকদের শায়েস্তা করতে পুতুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুতুল হলেও তার মাথায় ক্যাপ রয়েছে, গায়ে সাদা শার্ট আর পরনে খাকি প্যান্ট। চোখে দেয়া হয়েছে সাদা সানগস্নাসও। কর্তৃপক্ষের প্রত্যাশা, চালকরা তাদের আসল পুলিশ বলে মনে করবে এবং ট্রাফিক আইন ভাঙতে দ্বিতীয়বার চিন্তা করবে। ভয়াবহ জ্যামের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে আছে চালকদের ব্যাপক ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিদিন ২০ হাজারের অধিক। এই সমস্যা সমাধানে অত্যধিক জ্যামবিশিষ্ট রাস্তাগুলোর মোড়ে মোড়ে পুতুল পুলিশ বসিয়েছে কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় নিহত ২ যাযাদি ডেস্ক পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। শনিবার সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাটমোহর উপজেলার খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই আবুল বাশার (৪৫)। পুলিশ জানায়, হাসপাতালে রোগী দেখতে সকালে কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাবনায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক হওয়ায় আবুল বাশারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ছাত্রীকে শ্লীলতাহানি যুবকের কারাদন্ড যাযাদি ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে বাসে শ্লীলতাহানির দায়ে মো. জামাল উদ্দিন (৩৫) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা এ আদেশ দেন। তিনি জানান, বাসে চবি ছাত্রীকে শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় জামাল উদ্দিনকে এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। জামাল উদ্দিন তার অপরাধ স্বীকার করেছেন। এর আগে শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় বাসে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন নগরের অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন। বগুড়ায় জেলের মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকায় মাঠ থেকে শনিবার দুপুরে আব্দুল রহিম (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহিম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রহিম চন্ডিপুর গেদা পাগলার মাজারে গান শুনতে যান। দুপুরে নন্দীগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকার মাঠে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম থানার ওসি মো. শওকত কবির জানান, রহিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।