আশি হাজার ভেড়ার 'তান্ডব'

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
খামারের পাশের একটি জলাশয়ে নিয়মিত পানি পান করত একপাল ভেড়াসহ কয়েকশ গবাদিপশু। সপ্তাহখানেক আগে দুর্ঘটনাবশত সেখানকার একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির কারখানার ভায়াগ্রা তৈরির কয়েক টন ভেষজ উপাদান জলাশয়ের পানিতে ফেলা হয়। সেখানকার পানি পানের পর ভেড়াগুলো 'তান্ডব' শুরু করে। জলাশয়ের পানি পানের পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে ৮০ হাজার ভেড়া পালটি। ভায়াগ্রা (যৌন উত্তেজক ওষুধ) মিশ্রিত পানি খেয়ে ভেড়ার পালটির যৌন উন্মাদনা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। এক সপ্তাহ ধরে যৌন মিলনের ক্ষেত্রে সক্রিয় থাকায় এসব প্রাণীকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন খামারের মেষপালকরা। ঘটনার সত্যতা স্বীকার করেছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার কর্তৃপক্ষ।