'ঘুষের টাকা'সহ সাব-রেজিস্ট্রার আটক

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পার্থ প্রতীম চক্রবর্তী
যাযাদি ডেস্ক সাতক্ষীরার শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পার্থ প্রতীম চক্রবর্তীকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুদক। শ্যামনগর সরকারি কলেজ এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয় বলে দুদক খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গফফার জানান। তিনি বলেন, 'পার্থ প্রতীম চক্রবর্তী দীর্ঘদিন ধরে দলিল সম্পাদনের জন্য অনৈতিকভাবে ঘুষ আদায় করে আসছিলেন। শ্যামনগরের সরকারি কলেজ এলাকার সাজ্জাদ হোসেনের একটি জমির দলিল সম্পাদনের জন্য পার্থ তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। কয়েকদিন আগে তাকে এক লাখ টাকা দেওয়া হয়। 'সোমবার রাতে তিনি সাজ্জাদ হোসেনের বাড়িতে দলিল সম্পাদনের জন্য যান। সেখানে ঘুষের বাকি এক লাখ টাকাসহ দুদকের একটি টিম তাকে আটক করে।' এ ঘটনায় মামলা দায়েরের জন্য এ সাব-রেজিস্ট্রারকে দুদকের খুলনা কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানান গফফার।