ব্যাংকের বিজ্ঞপ্তিতে 'নারীর ঠিকানার শর্ত' নিয়ে রুল

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে 'বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উলেস্নখ করতে হবে'- বাংলাদেশ ব্যাংকের এমন শর্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, বাণিজ্য সচিব, অর্থ বিভাগের সচিবসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে দুই সংগঠনের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন। আবেদনের পক্ষে এদিন শুনানি করেন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, ১ ডিসেম্বর ওই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তির ১৪ নম্বর পয়েন্টে বলা হয়, 'বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উলেস্নখ করতে হবে।'- এটা সংবিধানের সমতার ক্ষেত্রে লঙ্ঘন। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত নারীদের স্বামীর স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহারে নির্দেশনা থাকায় তা নিয়ে উঠেছে সমালোচনা। গত ১ ডিসেম্বর ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।