প্রশ্নফঁাস

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা আবার নেয়ার নিদের্শ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জনতা ব্যাংকের নিবার্হী কমর্কতার্ পদে নিয়োগে গত বছর এপ্রিলে হওয়া লিখিত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে নিদের্শ দিয়েছে হাইকোটর্। প্রশ্নপত্র ফঁাসের অভিযোগে নিয়োগ কাযর্ক্রম স্থগিত প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ রায় দেয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোটর্ বেঞ্চ। রিটকারী ১৫ চাকরিপ্রত্যাশীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জ্যোতিমর্য় বড়ুয়া। সঙ্গে ছিলেন সুপ্রকাশ দত্ত ও রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটনির্ জেনারেল মমতাজ উদ্দিন ফকির। সুপ্রকাশ দত্ত পরে সাংবাদিকদের বলেন, গত বছর ২১ এপ্রিল জনতা ব্যাংকের নিবার্হী কমর্কতার্ পদের লিখিত পরীক্ষা হয়। এর এক মাস পর প্রশ্নপত্র ফঁাসের অভিযোগে হাইকোটের্ এই রিট করেন ১৫ পরীক্ষাথীর্। ‘আদালত প্রাথমিক শুনানি নিয়ে সে সময় রুল জারি করে। দীঘর্ শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দিল আদালত। রায়ে ওই পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে নিদের্শ দেয়া হয়েছে।’ জনতা ব্যাংকের নিবার্হী কমর্কতার্ পদে নিয়োগের জন্য গত বছর ২৪ মাচর্ প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। ৮৩৪টি পদের বিপরীতে উত্তীণর্ হয় ১০ হাজার ১৫০ জন। এরপর ২১ এপ্রিল ৯ হাজার ৪০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। ওই পরীক্ষার দিনই প্রশ্নপত্র ফঁাসের অভিযোগ ওঠে।