সাভারে স্কুলছাত্রকে ঘাড় মটকে হত্যা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

সাভার প্রতিনিধি
রোহান ইসলাম আবিদ
ঢাকার সাভারে একদিন আগে নিখেঁাজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ঘাড় মটকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার এসআই এনামুল হক জানান, সাভারের বংশী নদীর তীরে ভাগলপুর ঘাটের কাছ থেকে বৃহস্পতিবার সকালে আট বছর বয়সী রোহান ইসলাম আবিদের লাশ তারা উদ্ধার করে। সাভার পৌর এলাকার তালবাগের আফজাল হোসেনের ছেলে রোহান স্থানীয় কিডস ইউনিভাসিির্ট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আটকরা সবাই রোহানের প্রতিবেশী; তারা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে এসআই এনামুল জানান। আবিদের পরিবারের বরাতে তিনি বলেন, কয়েকদিন আগে প্রতিবেশী এক ছেলের সঙ্গে আবিদের কথা কাটাকাটি হয়। বুধবার সকালে ওই ছেলেসহ আরও তিন ছেলের সঙ্গে আবিদ খেলতে বের হয়। দুপুরের পর থেকে আবিদের আর খেঁাজ পাওয়া যাচ্ছিল না। রাত পযর্ন্ত বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খেঁাজাখুঁজি করলেও তার কোনো হদিস মেলেনি। এসআই বলেন, সকালে স্থানীয়রা আবিদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মগের্ পাঠায়। শিশুটিকে ঘাড় মটকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। তিনি বলেন, আবিদের সঙ্গে ঝগড়ার জেরে সন্দেহভাজন ওই চার ছেলেকে আবিদের বাড়ির লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।