অবৈধ স্থাপনা নিজেই ভেঙে দিলেন সিলেটের মেয়র

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

সিলেট অফিস
সিলেটে মেয়রের নাম ভাঙিয়ে দখলকৃত জায়গা বৃহস্পতিবার আরিফুল হক চৌধুরী নিজেই উদ্ধার করেন Ñবাংলানিউজ
সিলেটে নবনিবাির্চত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম ভাঙিয়ে জায়গা দখল করেছিলেন তারই সাবেক দেহরক্ষী আবুল খায়ের। দখলকৃত জায়গাতে স্থাপনাও নিমার্ণ করেন পুলিশের ওই সদস্য। বৃহস্পতিবার দুপুরে স্থাপনাটি নিজেই ভেঙে দিয়ে আসেন আরিফুল হক চৌধুরী। স্থানীয় সূত্র জানায়, নগর গোয়েন্দা শাখায় কমর্রত পুলিশ সদস্য আবুল খায়ের নবনিবাির্চত মেয়র আরিফুল হক চৌধুরীর দেহরক্ষী ছিলেন। সেই সুবাদে তিনি নগরীর রায়নগর রাজবাড়ী আবাসিক এলাকায় সরকারি শিশু সদনের বিপরীত দিকে নাজমুল হক নামে এক ব্যক্তির জায়গা দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন। বাসায় অবৈধভাবে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন তিনি। ভূমির মূল মালিক নাজমুল হক বলেন, তার জায়গার পাশের কিছু জায়গার মালিক আরিফুল হক চৌধুরী। ওই ভূমিতে কাজ করানোর জন্য মালামাল তার জায়গায় রাখেন তিনি। কিন্তু পুলিশ সদস্য আবুল খায়ের ওই জায়গা দখলে নিয়ে স্থাপনা ও দোকানপাট নিমার্ণ করেন। নবনিবাির্চত মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নাজমুল হকের বাসার পাশেই নিজস্ব জায়গায় দালানকোঠা নিমাের্ণর উদ্যোগ নেন। নজমুল হককে বলে তার জায়গায় নিমার্ণ সামগ্রী রাখেন। কিন্তু নিবার্চনী কাজে ব্যস্ত থাকায় ওই জায়গার দখল নিয়ে স্থাপনা নিমার্ণ করে ভাড়া দেয় এবং দোকানপাট নিমার্ণ করেন খায়ের। জানতে পেরে বৃহস্পতিবার স্থাপনা ভেঙে ভূমির দখল মালিককে বুঝিয়ে দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, পুলিশ সদস্য কতৃর্ক জায়গা দখলের ব্যাপারে কিছুই জানেন না তিনি, তবে খেঁাজ নিচ্ছেন।