২০১৯ সালে বিজিবির অভিযানে ৮০৩ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০১৯ সালে (জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮০২ কোটি ৯৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৯২,১৭,৬৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,১৮,৩৬৮ বোতল ফেনসিডিল, ৮৫,৩৭১ বোতল বিদেশী মদ, ৩,৮৭৮.৪৫ লিটার বাংলা মদ, ৪,৭৩০ ক্যান বিয়ার, ৭,৭৮৯.২৬৫ কেজি গাঁজা, ১৪ কেজি ৮৪৯ গ্রাম হেরোইন, ৪,৫৯,২৮৮ পিস এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬,১৫৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য ট্যাবলেট ৪,৬৬,৫৮৬ পিস। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৩ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ৩৩,৫২৩টি শাড়ি, ২৮,২২০টি থ্রিপিস/শার্টপিস, ৮,৪৬৭ মিটার থান কাপড়, ২৭,৫৮৩টি তৈরি পোশাক, ৩,১১,৯৯১.৬৯৮ সিএফটি কাঠ ও ১,১২,৩৫১.৭৫ কেজি চা পাতা, ১৬টি কষ্টিপাথরের মূর্তি। একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪০টি পিস্তল, ২টি রিভলভার, ৮৫টি বিভিন্ন প্রকার গান, ৮২৪টি বিভিন্ন প্রকার গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ২ কেজি ৭০০ গান পাউডার, ৫৩টি ককটেল, ৬টি বিভিন্ন প্রকার বোম্ব, ৪৪টি ডেটেনেটর ফিউজ এবং ৬২টি নিউজেল-৯০। বিজিবির অভিযানে ২০১৯ সালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৮১৭ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি