হামদদের্র ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার দেশব্যাপী হামদদের্র সব চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং আলোচনা সভা করে হামদদর্ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। হামদদর্ ভবনের নগর চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন হামদদর্ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ব্যবস্থাপনা পরিচালক এবং হামদদর্ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। হামদদের্র পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদদের্র উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক প্রটোকল ও লিগ্যাল অ্যাফেয়াসর্ মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব.), হামদদর্ পাবলিক কলেজের অধ্যক্ষ প্রফেসর সাদেকুর রহমান মজুমদার, হামদদের্র সকল কমর্কতার্-কমর্চারীবৃন্দ এবং হামদদর্ পাবলিক কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি