মালিতে বাংলাদেশ বিমানবাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে। প্রতিস্থাপক হিসেবে বিমানবাহিনীর ১১০ জন সদস্য রোববার জাতিসংঘের ভাড়া করা বিমানে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ বিমানবাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রম্নপ ক্যাপ্টেন মো. জাহিদুল ইসলাম খাঁন। উলেস্নখ্য, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। আইএসপিআর