আরইবি'র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'মুজিব বর্ষ-পলস্নী বিদু্যতের সেবা বর্ষ'-এ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের (আরইবি) ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)-এর উদ্যোগে বাপবিবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে বার্ষিক বনভোজন ২০২০ 'হেরিটেজ রিসোর্ট' মাধবদী, নরসিংদীতে অনুষ্ঠিত হয়। সরকারের অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন)-এর সার্বিক তত্ত্বাবধায়নে এ বনভোজন উদযাপিত হয়। বনভোজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ওর্ যাফেল ড্র'তে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)। বনভোজনে বাপবিবোর্ডের আনুমানিক ১৪শ' কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি