সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
একটি মাছের দাম ১২ কোটি যাযাদি ডেস্ক জাপানের টোকিওর টোয়েসু মৎস্যবাজারে নববর্ষের প্রথম দিনে প্রতিবছরই মাছের নিলাম হয়। এটাই সেখানকার ঐতিহ্য। এবারও নিলাম হলো ২৭৬ কেজি ওজনের সামুদ্রিক টুনা মাছের। নিলামে যার দাম উঠল ১২ কোটি ৯১ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়েছে সাড়ে চার লাখ টাকা। নিলামে সবাইকে টেক্কা দিয়ে মাছটি কিনেছেন টোকিওর এক রেস্তোরাঁ চেনের মালিক। তবে জাপানে টুনা মাছের এটাই রেকর্ড দাম নয়। এর আগে ২০১৩ সালে নববর্ষের নিলামে একটি টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়। মাছটি ধরা পড়েছিল জাপানের আওমরি এলাকায় মৎস্যজীবীদের জালে। ক্রিকেট ব্যাটে নিহত কিশোর ফেনী প্রতিনিধি ফেনীর ছাগলনাইয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (১৩) নামে এক কিশোর রোববার রাতে নিহত হয়েছে। ওই কিশোরের পিতার নাম নুরুল হক। এ ঘটনায় নিহতের সহপাঠী রিয়াজ (১৩) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামে রোববার বিকেল ৪টায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে রিয়াজ নিহত আশরাফুল ইসলামের মাথায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃতু্য ঘটে। ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃতু্য কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃতু্য হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, শাহিনুর কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার কাগদী গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে মামা বাড়ি থেকে ব্যাসপুর খালা বাড়ি যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা ওমর খাল পয়েন্ট দিয়ে ইয়াবার চালান খালাসের সময় দেড় লাখ ইয়াবাসহ ন্যাচার পার্ক ক্যাম্পের দুই রোহিঙ্গাকে আটক করেছের্ যাব সদস্যরা। সূত্র জানায়, গত ৫ জানুয়ারি মাদকের চালানের খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকের্ যাব-১৫ জাদিমোরা ওমর খালের পশ্চিমে ওমর খাল ব্রিজের পাশে নিচু স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে একদল মানুষ মাদকের চালান নিয়ে আসার সময় অভিযান চালিয়ে ইয়াবার বস্তাসহ দমদমিয়া ন্যাচারপার্ক ২৭নং ক্যাম্পের ডি-বস্নকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও হোসেন আহমদের ছেলে মো. জাবেদ ইকবালকে হাতে-নাতে আটক করে। পরে ইয়াবা গণনা করে সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।