সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ৬ চালককে জরিমানা

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় একটি গাড়ি, একটি সিএনজি ও চারটি মোটরসাইকেলের চালককে সোমবার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছয়জনকে মোট এক হাজার তিনশ টাকা জরিমানা করা হয় বলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলাম এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব। অর্থদন্ড দেয়ার আগে তারা সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালান। গত ১৭ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সচিবালয়ের চারপাশ 'নীরব এলাকা' বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। 'নীরব এলাকা' ঘোষণা করায় শিক্ষা ভবন থেকে জিরো পয়েন্ট; সচিবালয় লিংক রোড হয়ে প্রেস ক্লাব, পল্টন হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' অনুযায়ী 'নীরব এলাকা' বলতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়। বিধিমালা (শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা) অনুযায়ী 'নীরব জোন' এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ এক মাসের কারাদন্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন। একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন।