এবারও ভালো করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিগত বছরগুলোর মতো প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৯-এ ভালো ফলাফল করেছে 'সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ'। এই দুই পরীক্ষায় সাউথ পয়েন্টের পরীক্ষার্থী ছিল-১৩৫৪ জন, তন্মধ্যে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৮৫৬ জন, যা মোট পরীক্ষার্থীর শতকরা ৬৩ ভাগ। হ্যান্ডনোট, সাজেশন ও মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীল পদ্ধতিতে পাঠভ্যাস তথা চর্চা গড়ে তোলার ফলে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবদি বোর্ডসহ বিভিন্ন পরীক্ষায় এই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার রেকর্ড নেই। প্রতি বছরই শতভাগ পাস। উলেস্নখ্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উদ্যোক্তা- প্রকৌশলী এম এ রশিদ ও অধ্যক্ষ হামিদা আলী প্রতিষ্ঠা করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ২০০২ সালে মাত্র ২০০ ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এখন প্রায় ১২০০০ ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করছে। বিজ্ঞপ্তি