বিজিবি-সেনাবাহিনী যৌথ শীতকালীন প্রশিক্ষণ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ একটি আধাসামরিক বাহিনী। বিজিবি আইন ২০১০ অনুযায়ী এ বাহিনী জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করবে। এ কারণে বিজিবিকে অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করা অত্যাবশ্যক। বিজিবি বেশ কিছু বছর পর এবার সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ-২০১৯/২০২০ এ বিশদ পরিসরে অংশগ্রহণ করছে। উলেস্নখ্য, বিজিবির ইতিহাসে এবারই প্রথম বিজিবির প্রায় ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সঙ্গে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর এরিয়া) সঙ্গে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা সরেজমিন পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি