সং গ ঠ ন স ং বা দ

ডিএইচএমএস ডাক্তারদের শিক্ষার মান নির্ধারণের প্রতিবাদে সভা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ডিএইচএমএস শিক্ষার মান ডিগ্রি সমমান না করার, এবং ডিএইচএমএস ডাক্তারদের উচ্চতর ডিগ্রি অর্জনের পথ রুদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক পরিচালিত কলেজ সমূহকে ইনস্টিটিউটের অধীনে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর এলিফ্যান্ট রোডে বুধবার বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর্স অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক প্রস্তাবিত চূড়ান্ত খসড়া-বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা আইন ২০১৯ এর প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত হোমিও চিকিৎসক ও বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. এ জি খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ঢাকা বিভাগের সদস্য ডা. শেখ মোহাম্মদ ইফতেখার উদ্দিন। বিজ্ঞপ্তি