৮ জানুয়ারি 'জাতীয় কৃষক দিবস' ঘোষণার দাবি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
'যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য'- এ স্স্নোগানকে সামনে রেখে ৮ জানুয়ারিকে 'জাতীয় কৃষক দিবস' ঘোষণার দাবি জানিয়েছে প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন (পিকেকেএফ)। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবির পরিপ্রেক্ষিতে মানববন্ধন করেছে সংগঠনটি। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পিকেকেএফের চেয়ারম্যান জয়নাল আবেদিন হিরক, ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার, ব্যবস্থাপনা পরিচালক আজগর আলী রূপকসহ সংগঠনের অন্য নেতারা। জয়নাল আবেদীন হিরক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে কৃষির অবদান অনেক। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে চীন, আমেরিকা ও ভারতসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় উদ্যোগে 'জাতীয় কৃষক দিবস' পালন করা হয়। তাই আমাদের দেশেও ৮ জানুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে 'জাতীয় কৃষক দিবস' ঘোষণার দাবি জানাচ্ছি।