সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গোল্ডফিস ধরে খেল মাকড়সা যাযাদি ডেস্ক দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জেরেমি স্ক্যালউইজ। সম্প্রতি বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন একটি পার্কে। সেই পার্কের জলাশয়ের ধারে বসে কথা বলার সময় জেরেমির প্রেমিকার চোখ যায় জলাশয়ের দিকে। তিনি দেখতে পান পানি থেকে একটি ছোট্ট গোল্ডফিস তুলে আনছে মাকড়সা। পানি থেকে তুলে সেটি খাওয়ার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান তারা। ঘটনার ছবিও তুলে নেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তবে নিজের থেকে বড় আকারের প্রাণী খাচ্ছে মাকড়সা। এ ঘটনা দেখা গিয়েছিল মাসখানেক আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সেখানে দেখা গিয়েছিল ডালে আটকে পড়া একটি বাদুড় খেয়ে নিয়েছিল মাকড়সা। সূত্র: আনন্দবাজার পত্রিকা বাসের ধাক্কায় শিশুর মৃতু্য যাযাদি রিপোর্ট রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাসের ধাক্কায় বিলস্নাল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালকের নাম গোলাম রাব্বানী বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিলস্নাল একজন হকার এবং পরিবহণের যাত্রীদের কাছে আমড়া বিক্রি করত। গাবতলী এলাকায় একই কাজে রাস্তায় দাঁড়িয়েছিল সে। এরই মধ্যে ডিপো থেকে বিআরটিসির বাসটি বের হয়ে মোড় নিয়ে বিলস্নালকে ধাক্কা মারে বাসটি। দারুসালাম থানার ওসি মো. তোফায়েল আহমেদ জানান, বাসটি শিশুটিকে ধাক্কা দিলে এতে সে আহত হয়। পরে দ্রম্নত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যৌতুকের জন্য অন্তঃসত্ত্বাকে হত্যা বারহাট্টা (নেত্রকানা) সংবাদদাতা বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেয়ায় তমালিকা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাসেল মিয়ার (৩০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চর সিংধা গ্রামে। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। জানা গেছে, রাসেলের সাথে দেড় বছর আগে তমালিকার বিয়ে হয়। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে। তমালিকা বর্তমানে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, বুধবার রাত পৌনে দুটার দিকে রাসেল তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর শুরু করে। পরে তমালিকাকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাস-মিনিট্রাকের সংঘর্ষে নিহত ১ নওগাঁ প্রতিনিধি নওগাঁয় বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে কালাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে এ যাত্রীবাহী বাস ও মাছবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনিট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।