চীনে চালু বুলেট ট্রেন

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

বিদেশ ডেস্ক
বিশ্বের সবচেয়ে দ্রম্নত চালকবিহীন বুলেট ট্রেন চালু করেছে চীন। এই ট্রেনটি রাজধানী বেইজিংয়ের সঙ্গে ঝাংজিয়াকাউ শহরকে সংযুক্ত করবে। এই বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। ফলে বিশ্বে চলমান চালকবিহীন ট্রেনগুলোর মধ্যে এটিও সবচেয়ে দ্রম্নতগতির। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ২০২২ শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেমসকে সামনে রেখে এই ট্রেন চালু করা হয়েছে। এতে করে রাজধানী থেকে ঝাংজিয়াকাউ শহরে যাতায়াতের সময় কমে আসবে। এই শহরের বেশির ভাগ স্কি গেমস অনুষ্ঠিত হবে। ট্রেনটি চালু হওয়ায় তিন ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টায় যাতায়াত করা যাবে। কয়েকটি ট্রেন ১০৮ মাইল পাড়ি দেবে মাত্র ৪৫ মিনিটে। ১৯০৯ সালে বেইজিং-ঝাংজিকাউ রেলপথ স্থাপন করা হয়। শুরুতে এই পথ ভ্রমণে সময় লাগত আট ঘণ্টা।