সৌদি থেকে অবৈধ প্রবাসীদের ফেরার সুযোগ স্থগিত

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সৌদি আরবের রিয়াদে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগটি ১২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। রিয়াদ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রিয়াদ অবৈধ বাংলাদেশিদের কোনো আবেদন গ্রহণ করবেন না। এ সময়ের মধ্যে রিয়াদ লেবার কোর্ট অন্যান্য দেশের নাগরিকদের দেশের ফেরার জন্য বিশেষ এ সুযোগটি দিচ্ছেন। তাই বাংলাদেশি প্রবাসীদের রিয়াদ লেবার কোর্ট কিংবা রিয়াদ দূতাবাসে এই সেবার জন্য না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে বিশেষ এ সুযোগটি নিতে পারবেন না সব অবৈধ প্রবাসী। এটি কেবলমাত্র যাদের ইকামা হচ্ছিল না, যাদের ইকামাতে কোনো ধরনের মামলা নেই, তারা সুযোগটি নিতে পারবেন। তারা চাইলে দেশে গিয়ে নতুন ভিসা নিয়ে আবার আসতে পারবেন। অন্যদিকে, যাদের হুরব আছে কিংবা কপিল (মালিক) থেকে পলাতক, তারা এই সুযোগ পাবেন কিন্তু তারা নতুন ভিসা নিয়ে ফের আসতে পারবেন না। এমনকি এই বিশেষ সুযোগে আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার কিংবা নারীকর্মীরা আসছেন না। অতএব এটাকে সাধারণ ক্ষমা বলা যাবে না। এটি কেবলমাত্র একটি বিশেষ সুযোগ হিসেবেই উলেস্নখ করা যাবে।