চীনে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চীনের জিয়াংসু প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম তুরাগ চৌধুরী রিক (২০)। গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। বাবা ঠিকাদার ব্যবসায়ী ফারুক চৌধুরী ও মা তানিয়া আক্তার তিথি। স্থানীয় সময় গত মঙ্গলবার ভোর রাতে অটোবাইকে ছাত্রাবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তুরাগের সহপাঠীরা। তারা জানান, তুরাগ তিন বছর ধরে চীনের 'চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে' হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন। সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করতেন। ঘটনার দিন ভোর ৪টায় সে কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিলেন। পথে তাকে বহনকারী অটোবাইকটি দুর্ঘটনার শিকার হয়। চিকিৎসকরা জানান, মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তুরাগের মৃতু্য হয়। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে। লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে তুরাগের কলেজ কর্তৃপক্ষ।