প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীনবরণ রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ ক্যাম্পাসে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান)-এর এমবিবিএস ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ৫০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল 'ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল'-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্ব্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লি.-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী (শাকিল) এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাতেমা পারভীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। ডা. শারমিন সালাম ও ডা. মিথিলা কর্মকার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি