রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
রোববার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নির্বাক নিহতের স্বজনরা -যাযাদি
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও দুইজন আহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী রাশিদা বেগম (৪০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (১৫), ফরিদপুর পৌর শহরের ঝিলটুলি এলাকার আব্দুল রফিক নান্নুর ছেলে কলেজছাত্র ইমরান হোসেন রিফাত (২২) এবং গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়ার আরশাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫)। অপরজনের পরিচয় গতকাল সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন মাহেন্দ্র চালক ফরহাদ ও অপরজন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা কালীপদ শীল। স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইনের একটি বাস খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম করার সময় মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাহেন্দ্রটি দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড় যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই মাহেন্দ্রর চালক ও চার যাত্রী নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় দুইজন আহত হন। তাদের রাজবাড়ী ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন।