সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মরুর দেশ সৌদি ঢেকেছে বরফে! যাযাদি ডেস্ক মরুভূমির দেশ সৌদি আরবে তিন দিন ধরে তীব্র শীতের সঙ্গে পড়ছে বরফ। মরুভূমি ও সংলগ্ন পাহাড় বিস্ময়করভাবে ঢেকে গেছে শুভ্র সাদায়। আর এমন সব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা তীব্র আকর্ষণ তৈরি করেছে পর্যটকদের কাছে। বিরল এ ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকের জর্ডান সীমান্ত সংলগ্ন জাবাল আল-লাউজ, আল-দাহের ও আলকান পাহাড়ে। গত শুক্রবার থেকে এসব অঞ্চল ঢেকে গেছে পুরু বরফে। প্রতি বছর সৌদি এ দৃশ্য দেখতে পায় না। যদিও গত দু-তিন বছর এটা হচ্ছে। তবে গত বছর এপ্রিলে বরফ পড়ে চমকে দিয়েছিল। এবার এতটাই বরফ পড়েছে যে পর্যটকরা স্কিয়িং পর্যন্ত করছেন। ভবন থেকে লাফিয়ে গৃহবধূর আত্মহত্যা যাযাদি রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তানজিনা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তানজিনা দুই সন্তান ও স্বামী আরিফ উলস্নাহকে নিয়ে ঐ ভবনের চারতলায় ভাড়া থাকতেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনার সময় তানজিনার স্বামী কর্মস্থলে ছিলেন। তিনি মতিঝিলে ব্যবসা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তানজিনা ওই ভবনের ছয়তলায় সামনের দিকে থেকে লাফিয়ে পড়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের বদলে কলকাতায় বিমান যাযাদি ডেস্ক ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি কলকাতা চলে যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়। কুয়াশা কমলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে ফেরে।