যাযাদি রিপোর্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. আরিফুর রহমান সেখকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকেও তলব করা হয়েছে। ২০ জানুয়ারি, সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাদের।
মঙ্গলবার তাদের তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক জানায়, বিদেশে প্রশিক্ষণে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ঠিকাদারি পাইয়ে দিয়ে সম্পদ অর্জনের অভিযোগে ড. আরিফুর রহমান সেখকে তলব করা হয়েছে। আর ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকে তলব করা হয়। জাকির কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায় দুদক।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd