সেপ ভারতীয় শিক্ষা মেলা শুরু ১৭ জানুয়ারি

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০২০'। দুই দিনব্যাপী এ মেলা ১৮ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। রাজধানীতে ৭ম বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রা. লি.। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জেআইএস গ্রম্নপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আইটিএম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিলিস্ন, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রম্নপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান স্টল সহকারে মেলায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ অফার রয়েছে। তাছাড়া উলেস্নখযোগ্য ছাড়ে মেলায় স্পট এডমিশনের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে বলেও জানায় আয়োজকরা। বিজ্ঞপ্তি