দেশ এখন কঠিন রাজনৈতিক সংকটে আছে : ফখরুল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
বৃহস্পতিবার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তৃতা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যাযাদি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিএনপি একটা উদারপন্থি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের বিশ্বাস করি। বিএনপি কোনো দাঙ্গাবাজ, উগ্রবাদ বা বিপস্নবী রাজনৈতিক দল নয়। আমাদের হাতে কোনো বন্দুক, পিস্তল নেই। জনগণকে সুসংগঠিত করে নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি।' বৃহস্পতিবার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, 'আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিন পার করছি। শুধু বিএনপি নয়, বাংলাদেশ একটি কঠিন ও জটিল রাজনৈতিক সংকটে আছে। সংকটটি কি, সেটি হচ্ছে গণতন্ত্র এখন এখানে আর নেই।' তিনি আরও বলেন, 'আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। কেন যুদ্ধ করেছিলাম, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাব বলে, আমরা একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা পাব, আমরা আমাদের দেশ আমরাই শাসন করব এবং মুক্ত অবস্থায় করব। এর আগে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে। তারা শোষণ করেছে, শাসন করেছে, দমননীতি চালিয়ে। এর আগে ব্রিটিশরাও করেছে।' ফখরুল প্রশ্ন রেখে বলেন, 'স্বাধীনতার ৪৮ বছর পরে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যে স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছি, যে চিন্তা, চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, তা কি পূরণ হয়েছে।' তিনি আরও বলেন, 'আমরা জানি সরকার একটা ফ্যাসিবাদী সরকার। এ সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। এ সরকার পুলিশ,র্ যাব দিয়ে নির্বাচনী ফলাফল তাদের পক্ষে নিয়ে যাচ্ছে।' সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। উলেস্নখ্য, সম্মেলনে সভাপতি পদে আ ফ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক পদে জহুরুল আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে ১৫১ সদস্যের জেলা কমিটির অন্যদের নাম ঘোষণা করা হয়নি।