শ্যামলীতে পোশাক শ্রমিকদের অবরোধে যানজট

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীর আদাবর এলাকায় ডায়নামিক ফ্যাশনের পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন -যাযাদি
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধাণীর শ্যামলীতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিজিএমইএ প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। আদাবর থানার ওসি কাজী শহিদুজ্জামান জানান, আদাবর এলাকায় অবস্থিত ডায়নামিক ফ্যাশনে ৯ শতাধিক কর্মচারী কাজ করেন। প্রতিষ্ঠানের দুই মালিক, ফেরদৌস পারভেজ বিভন ও মনির হোসেন তারিম। তারা ওই প্রতিষ্ঠানে আসেন না। কর্মচারী দিয়ে ব্যবসা পরিচালনা করেন। ঊর্ধ্বতনরা নিচের সারির কর্মচারীদের সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করেন। এ কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল। চলতি মাসের ১০ তারিখের মধ্যে সবার বেতন পরিশোধ করা হলেও নানা জটিলতার কারণে ৭০ জনের বেতন হয়নি। বিষয়টি ঊর্ধ্বতনদের সঙ্গে নিচের সারির কয়েকজন কর্মচারী কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে দুপুর ১২টার দিকে বিজিএমইএ-এর একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গেলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। এ সময় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের বৈঠকের ঘোষণা এবং দাবি-দাওয়া পূরণের আশ্বাসে সড়ক অবরোধ ছেড়ে দেন শ্রমিকরা। এদিকে তিন ঘন্ণ্টাব্যাপী চলা অবরোধের কারণে কল্যাণপুর ও শ্যামলীর যান চলাচল বন্ধ হয়ে যায়। যার রেশ ছড়িয়ে পড়ে আশপার্শেন সড়কেও। তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রম্নত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধিদল কারখানার দুই মালিকের সঙ্গে কথা বলেন। শ্রমিকরা সমঝোতায় এসেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।