ইশরাকের নির্বাচনী কাজে কোনো বাধা নেই: ইসি সচিব

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার আসামি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী কাজে কোনো বাধা নেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল কোনো প্রার্থী বা তার পক্ষে যারা নির্বাচন পরিচালনা বা সমর্থন করবেন, তাদের যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়। কিন্তু ওনার বিরুদ্ধে যে মামলা সেটা পুরনো মামলা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে ইসি সচিব সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, তার (ইশরাক) বিরুদ্ধে এটা একটা দুর্নীতির মামলা। তবে বিষয়টি এ ধরনের না যে এখনই গ্রেপ্তার করতে হবে। মামলার বিষয়ে আদালতে শুনানি হয়েছে, এটা আমাদের বা পুলিশের পক্ষ থেকে নয়। আগামী ফেব্রম্নয়ারি মাসে একটি তারিখ ঠিক হয়েছে, তখন শুনানি দেবেন তারা। ফলে নির্বাচনের প্রচারণায় কোনো বাধা নেই। 'তাকে (ইশরাক) গ্রেপ্তার করা হচ্ছে না, এমনকি কোনো বাধার সৃষ্টিও করা হচ্ছে না। এটা প্রক্রিয়াগতভাবে হবে। তিনি নির্বাচন করবেন, প্রচারণাও করবেন। এটার কারণে তো নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা নেই'- যোগ করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, 'এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে যে রায় আসবে, কমিশন তা অবশ্যই মেনে নেবে। আমাদের সবসময় আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। যেকোনো আইনের ব্যাখ্যা বা প্রশাসনিক কোনো কাজ যদি সিদ্ধান্ত নেয়ার পরে আদালত সেটাকে পরিবর্তন করে দেন সে ক্ষমতা আদালতের আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালত। সেখান থেকে যদি অন্য কোনো সিদ্ধান্ত আসে, সেটা অবশ্যই কমিশনের মেনে নিতে হবে।' 'আমরা আশা করব, হাইকোর্ট যে সব যুক্তিতর্কের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছিলেন, সুপ্রিম কোর্টেও যারা শুনানি দেবেন তারা নিশ্চয়ই যুক্তি শুনবেন। তারপরও তারা (আদালত) যেকোনো সিদ্ধান্ত দেবেন সেটাই কমিশনকে সবসময় মেনে নিতে হবে', বলেন মো. আলমগীর।