ভারত-বাংলাদেশ সম্প্রীতি অনন্য দৃষ্টান্ত : সঞ্জিব ভাটি

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

পাবনা প্রতিনিধি
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৬ষ্ঠ মহাপ্রয়াণ দিবস উপলক্ষে পাবনায় সরকারি বেসরকারিভাবে নানা আয়োজন করা হয়। দিনটি পালনে সকাল দশটায় পাবনা প্রেসক্লাবে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। স্মরণ সভায় প্রধান অতিথি রাজশাহী ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেন, সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সব সময় অনন্য ভূমিকা বজায় রেখে চলেছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা রাখবে এমন আশাবাদ তার। সম্প্রীতি বন্ধনের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সবসময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। যা দু'দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে স্বতন্ত্রভাবে কাজ করবে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিবিসি ও ভয়েস অব আমেরিকার উপস্থাপক শামীম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, টেলিভিশন সাংবাদিক সমিতি পাবনার আহ্বায়ক রাজিউর রহমান রুমী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, কলকাতার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দেবারতী ভট্টাচার্য। স্বাধীন মজুমদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।