নিজেকে তৈরি করার জন্য সদিচ্ছা থাকতে হবে : মেয়র নাছির

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘ ১৪ বছর পর রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। শুক্রবার বেলা ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অনুষ্ঠানে মেয়র বলেন, নিজেকে তৈরি করার জন্য সদিচ্ছা থাকতে হবে। যদি তা না থাকে তাহলে কোনোভাবেই জীবনে সফল হওয়া সম্ভব হবে না। শুধু ঢাকাকেন্দ্রিক চিন্তা করলে কোনোদিন অ্যাথলেটিক্সের উন্নয়ন হবে না। আমাদের যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্টু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক, ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম প্রমুখ। এর আগে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে এবাদুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। পরে আসরের মশাল প্রজ্বালন করেন অ্যাডওয়ার্ড জেকব ও লুবণা মাহবুব। বৃহস্পতিবার ৪৩তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আসর শুরু হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহযোগিতায় এবারের আয়োজনে পুরুষ ও মহিলা ২টি গ্রম্নপে ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৪টি ইভেন্ট রয়েছে।