সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ছত্রাক দিয়ে বাড়ি বানাবে নাসা! যাযাদি ডেস্ক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে চাঁদ, মঙ্গলগ্রহ কিংবা অন্য কোনো গ্রহে ছত্রাক দিয়ে বানানো হবে বাড়ি। এ প্রযুক্তি থেকে পৃথিবীও উপকৃত হতে পারে। নাসা ১৪ জানুয়ারি নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নাসার এমস রিসার্চ সেন্টার মাইকো আর্কিটেকচার প্রজেক্ট নিয়ে কাজ করছে। এ প্রজেক্ট বাস্তবায়ন হলে মাইসেলিয়া নামে পরিচিত ছত্রাকের সাহায্যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, মঙ্গল ও এর বাইরেও ঘরবাড়ি তৈরিতে সাহায্য করবে। প্রজেক্টটির সঙ্গে যুক্ত লিন রথচাইল্ড বলেন, এতদিন মঙ্গলে আবাসস্থল বানানোর বিষয়টি ভাবা হতো- কচ্ছপের মতো ঘরবাড়ি নিজেদের পিঠে বহন করে নিয়ে যাওয়া। এটি খুবই নির্ভরযোগ্য পরিকল্পনা হলেও তাতে জ্বালানি খরচ প্রচুর। তার পরিবর্তে আমরা মাইসেলিয়াকে কাজে লাগাতে পারি। \হ রেস্তোরাঁয় 'বোকা প্রশ্ন' করায় বিল! যাযাদি ডেস্ক রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। সেখানে খাবার অর্ডার দেওয়ার সময় প্রশ্ন করলেন। সেই প্রশ্নে যদি বুদ্ধিমত্তা না থাকে, তা যদি হয় বোকা বোকা তাহলে তার জন্য টাকা দিতে হবে রেস্তোরাঁকে! সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে আমেরিকার ডেনভারের একটি রেস্তোরাঁতে। টমস ডিনার নামের ওই রেস্তোরাঁতে সম্প্রতি খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে খাওয়া-দাওয়ার পর বিল দেখে চমকে গিয়েছিলেন তিনি। সেই বিলে দেখা যাচ্ছে, 'একটি বোকা প্রশ্ন'র জন্য তাকে চার্জ করা হয়েছে ৩৮ সেন্ট। তবে এই প্রথম নয়। ১৯৯৯ থেকেই ওই রেস্তোরাঁতে এই প্রথা চলে আসছে বলে জানিয়েছেন সেখানকার জেনারেল ম্যানেজার হান্টার ল্যান্ড্রি। তিনি এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার কাকা টম মেনেসা এই প্রথা চালু করেছিলেন। দুই বাসের চাপায় পথচারীর মৃতু্য যাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় দুই বাসের চাপায় এক পথচারীর মৃতু্য হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে পুরাতন চান্দগাঁও এলাকার সেফায়াত উলস্নাহ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিপন কর্মকার (৩০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল কর্মকার পাড়ার নেপাল কর্মকারের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাস্তায় দুটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হন শিপন। সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাস্তায় ইট-বালু রাখায় কারাদন্ড যাযাদি ডেস্ক সাতক্ষীরায় রাস্তার ওপর ইট-বালু রাখার দায়ে দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী পৃথক আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন- শহরের পলাশপোলের শেখ রিয়াজুল করিম ও রাজার বাগানের মোহাম্মদ আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, শহরের কাটিয়া ও সরকারি কলেজ মাঠের বিপরীতে রাস্তার ওপর ইট-বালু রেখে জনগণের চলাচলে বাধা ও গণউপদ্রপ সৃষ্টি করা হয়। বারবার নিষেধ করা সত্ত্বেও একই অপরাধের পুনরাবৃত্তির দায়ে তাদের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।