হাতীবান্ধায় বিএসএফের গুলিতে নিহত ২ নিখোঁজ ১

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ সময় আরো ১ জন আহত হলেও সে নিখোঁজ রয়েছে। বুধবার সকালে ওই সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গোরু আনতে যায় বাংলাদেশী একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর পুত্র সুরুজ আলী (৩০) ও একই এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২০)সহ ৩ জন গুলিবিদ্ধ ও আহত হয়। তাদের সঙ্গীরা ৩ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহজান আলীর পুত্র সুরুজ আলী (৩০) ও ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২০) মারা যায়। আব্দুল ওহাবের পুত্র রুবেল মিয়া (২০) নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃতু্যর খবর পেয়েছি। বিএসএফ'র সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।