নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত ৩ বাংলাদেশি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে ৩ বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা হলেন পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়া গ্রামের শুকরার ছেলে সন্দিপ, কাঁটাপুকুর গ্রামের মৃত জিলস্নুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন। বৃহস্পতিবার ভোরে উপজেলার নিতপুর সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফের গুলিতে তিন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গোরু নিতে ভারতে প্রবেশ করে। গোরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা পেছন দিক থেকে বাংলাদেশীদের ওপর গুলি ছোঁড়ে। এ সময় বিএসএফের গুলিতে সন্দিপ, কামাল এবং মফিজ উদ্দিন মারা যায়। নিহত তিনজনের মধ্যে মফিজ উদ্দিনের মৃতদেহ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেলেও অপর দুজনের লাশ ভারতীয় ভূখন্ডের ভিতরে রয়েছে বলে এলাকাবাসী জানায়। এ বিষয়ে ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল ইসলাম ৩ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনাটি অস্বীকার করলেও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ভারতীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান।