বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা দক্ষিণ এশিয়ার এবমাত্র বৃহৎ মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে সরকারিভাবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে। বুধবার হাটহাজারী উপজেলা মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে হালদা পাড়ের বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করেছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।