সংবাদ সংক্ষেপ

বাড়ির দাম ৯৪ টাকা!

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক পড়ে থাকা কিছু বাড়ি মাত্র এক ইউরোতে বেচে দিচ্ছে ইতালি সরকার। হঁ্যা, সত্যি তাই। এক ইউরো মানে বাংলাদেশি ৯৪ টাকা মাত্র। এই ৯৪ টাকা দিয়ে সেখানে বাড়ি কেনা যাবে। জানা গেছে, ইতালির অ্যাভেলিনো প্রদেশের ছবির মতো সুন্দর একটি শহর বিসাকিয়া। সেই শহরের ৯০টি খালি বাড়িতে নতুন বাসিন্দা চাচ্ছে প্রশাসন। সে কারণেই প্রায় বিনা পয়সায় বাড়িগুলি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে তারা। এই ৯০টি বাড়ি একটির সঙ্গে আর একটি লাগোয়া। এমনকি দেখা যায় দুটি বাড়ির প্রবেশ পথও এক। তাই শহরের প্রশাসন জানিয়েছে, চাইলে প্রতিবেশী নিয়েই আপনি এখানে আসতে পারেন। বিসাকিয়া শহরের মেয়র ফ্রান্সিসকো টার্টাগিস্নয়া জানিয়েছেন, উন্নত জীবনের আশায় অনেকেই এই শহর ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। ফলে তাদের বাড়িগুলি খালি পড়ে রয়েছে।