ব্রাহ্মণবাড়িয়ায় পারাবতের পাওয়ার কারে আগুন

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে পাওয়ার কারে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড়ের ইমদাদুল হক জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্টেশনে নেমে দেখি ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. শোয়েব হোসেন জানান, শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করার সময় ট্রেনের মাঝখানে থাকা পাওয়ার কারে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি দেয়ার পর ট্রেনের অন্যান্য বগিতে থাকা যাত্রীরা আতঙ্কে নেমে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তিনি বলেন, পাওয়ার কারে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, স্টেশনে একাধিক লাইন থাকায় এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সকাল ১০টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাওয়ার কারটি রেখে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।