যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বগুড়ার সদর উপজেলায় যুবলীগ নেতা রুবেল হোসাইনের ছুরিকাঘাতে শাহেদ (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বগুড়া সদর উপজেলার নুনগোলা ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহেদ বগুড়া সদর উপজেলার পূর্ব আশোকোলা গ্রামের বাসিন্দা ছিলেন। আটক রুবেল হোসাইন সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় ন্যাংড়া বাজারে সেলুনে চুল কাটা নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। এদের মধ্যে একজন যুবক যুবলীগ নেতা রুবেলকে ফোন করে ডেকে আনে। রুবেল ন্যাংড়ার বাজারে পৌঁছে সেলুনের কর্মচারীদের ওপর চড়াও হয়। এ সময় শাহেদের ছোট ভাই জাফরুল রুবেলকে বাধা দিলে রুবেল ক্ষুব্ধ হয়ে জাফরুলকে মারধর করে। পরে জাফরুল বাড়িতে গিয়ে বড় ভাই শাহেদকে ঘটনাটি জানায়। শাহেদ ঘটনা শুনে ন্যাংড়ার বাজারের দিকে আসতে থাকে। পথে নুনগোলা ঈদগাহ মাঠের কাছে রুবেল ও তার সহযোগীদের সঙ্গে শাহেদের দেখা হয়। এ সময় ছোটভাই জাফরুলকে মারধরের কারণ জানতে চাওয়ায় রুবেল ও শাহেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রুবেল ও তার সহযোগীরা শাহেদের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে মৃতু্য হয় শাহেদের। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহেদকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও আটকের জন্য অভিযান চলছে।