না'গঞ্জে জাহাজের নিচে চাপা পড়ে নিহত ২

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ডকইয়ার্ডে নির্মাণ করা জাহাজ পানিতে নামানোর সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে জাহাজের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত এবং অপর ৪ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিবিজোড়া এলাকার স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটলে শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ২০ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহতদের একজন মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে ইয়া রাসূল (২৩) এবং অপরজন একই এলাকার রাসেল (৩২)। ঘটনার সংবাদ পাওয়ার পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা জানান, স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে ওই জাহাজ নির্মাণ কারখানায় নির্মাণ শেষে একটি পণ্যবাহী জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ব্রক্ষ্ণপুত্র নদে নামানো হয়। নদে ভাসানোর সময় জাহাজটি স্স্নিপওয়ের বালুতে আটকে অর্ধেক দেবে যায়। এ সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে ইয়া রাসূল ও রাসেল নামে দুই শ্রমিক জাহাজটির নিচে চাপা পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন এবং চার শ্রমিক আহত হন। সঙ্গে থাকা শ্রমিকরা আহতদের উদ্ধার করলেও নদীতে তলিয়ে যাওয়া দুই শ্রমিক নিখোঁজ থাকেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও তাদের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তলস্নাশি শুরু করে। রাত ১২টায় ডুবুরিদল নিখোঁজ হওয়া দুই শ্রমিকের মরদেহের সন্ধান পায়। কিন্তু মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। শুক্রবার দুপুরে ফায়ারসার্ভিসের ডুবুরিদল লাশ দুটি উদ্ধার করে। এদিকে এই ডকইয়ার্ডটি সম্পূর্ণ অনুমোদনবিহীন পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এই প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। অবৈধভাবে এতোদিন যাবৎ জাহাজ নির্মাণকাজ পরিচালনা করে আসছে। তাই দুর্ঘটনার খবর পেয়ে মালিক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে নিশ্চিত হওয়া গেছে জাহাজের নিচে আটকে পড়ে দুইজন শ্রমিক মারা গেছে। নিহতদের লাশ উদ্ধারের জন্য রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল হতে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। দুপুর ২টা এবং আড়াইটার সময় পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করা হয়।