শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

১০ মণ ওজনের

শাপলাপাতা মাছ!

যাযাদি ডেস্ক

সুন্দরবন-সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়ল ১০ মণ (৪০০ কেজি) ওজনের বিশাল শাপলাপাতা মাছ।

শুক্রবার দুপুরে পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এ মাছটি নিয়ে আসা হয়। এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে শাপলাপাতা মাছটি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়। মাছটির ক্রেতা মো. শহিদ মোলস্না বলেন, মাছটি বিএফডিসি মৎস্য বাজারে নিয়ে এলে ৬৩ হাজার টাকায় কিনেছি। পরে মাছটি কেটে বিক্রি করা হয়।

২১৩ কার্টন অবৈধ সিগারেট জব্দ

যাযাদি ডেস্ক

দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ২ হাজার টাকা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও

কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে চালানটি আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানতে আসেন মো. নুরুল আমিন। তার ব্যাগেজ তলস্নাশি করে ২১৩ কার্টন 'ইজি লাইট' সিগারেট উদ্ধার করা হয়। হানিফের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে

হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায়

দুইজনের মৃতু্য

যাযাদি ডেস্ক

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রাকান (৫) ও মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার কাজিরবাদ এলাকার মৃত জামাল খানের স্ত্রী শেফালী বেগম (৫০)।

জানা যায়, শুক্রবার বিকালে গাবতলী এলাকা থেকে অটোটেম্পুতে করে কাজিরবাদ যাচ্ছিলেন শেফাল বেগম। পথে দীঘিরপাড়ায় তার গায়ের চাদর অটোটেম্পুর ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়।

অপরদিকে, সকালে বরিশাল নগরের শেরে বাংলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় রাকান (৫) নামে এক শিশুর মৃতু্য হয়েছে।

ইয়াবাসহ দুই

ব্যক্তি আটক

যাযাদি ডেস্ক

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে কড্ডার মোড় অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- কক্সবাজার জেলা সদরের বিসিক দক্ষিণ মহুরীপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে রেজাউল করিম (২৪) ও পূর্ব গোনারপাড়া এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে খোরশেদ আলম (৩৫)। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদু্যৎস্পৃষ্ট হয়ে

শ্রমিকের মৃতু্য

যাযাদি ডেস্ক

সাভারের আশুলিয়ায় একটি ভবনের তিনতলা থেকে পড়ে রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদু্যতিক তারে স্পৃষ্ট হয়ে ফায়েজ আলী আকন্দ (৩৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন।

পুলিশ জানায়, ফায়েজ আলী ওই সিএনজি ফিলিং স্টেশন অফিসের তিনতলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। পড়ার সময় রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদু্যতিক তারে তিনি বিদু্যৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85863 and publish = 1 order by id desc limit 3' at line 1