চুয়াডাঙ্গায়র্ যাব পরিচয়ে সড়কে ডাকাতি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চুয়াডাঙ্গা সদর উপজেলায়র্ যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন। উপজেলার টেইপুর-ঝোড়াঘাটা সড়কে বৃহস্পতিবার রাতে ডাকাতির ওই ঘটনা ঘটে বলে আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল জানান। ঘটনার বর্ণনায় আক্তাউর বলেন, 'ওই সড়ক দিয়ে আমিও আমার বন্ধু আনন্দ মোটর সাইকেলে করে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরার্ যাব পরিচয় দিয়ে ফেনসিডিলের একটি চালান আটকের কথা বলে আমাদের পথ আটকায়। এক পর্যায়ে পাশের জঙ্গল থেকে হ্যাফপ্যান্ট ও মুখোশ পরিহিত আরও ৪/৫ জন ডাকাত আমাদের জিম্মি করে আমার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ও আমার বন্ধুর কাছে থাকা চার হাজার ৮০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।' এ সময় আরও কয়েকজনের কাছ থেকে ডাকাতরা টাকা মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটপাট করেছে বলে আক্তাউলের ভাষ্য। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন বলেন, 'এ ঘটনাটি ডাকাতি বলা ঠিক হবে না। রাস্তায় গাছ ফেলে কয়েকজন 'ছিনতাইকারী' গতিরোধ করে ফেনসিডিল উদ্ধারের নামে কয়েকজনের কাছ থেকে কিছু টাকা-পয়সা কেড়ে নিয়েছে।' ঘটনাটি তদন্ত করে দ্রম্নতই ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।