ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১১:০৩

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার দিনব্যাপী অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব। শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি ও মোহাম্মদী গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে 'আনিসুল হক ভবন' এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং প্রয়াত মেয়র আনিসুল হকের বোন জেসমিন ওয়াফা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ানিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি