সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নারী নিরাপত্তায় লিপস্টিক গান যাযাদি ডেস্ক নারীদের নিরাপত্তায় বিশেষ ধরনের অস্ত্র তৈরি করেছেন ভারতীয় এক বিজ্ঞানী। বিশেষ এই অস্ত্রটির নাম দেয়া হয়েছে 'লিপস্টিক গান'। ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া অদ্ভুত এই যন্ত্রটি তৈরি করেছেন। এই অভিনব যন্ত্রটি নারীদের আত্মরক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে দাবি শ্যামের। অস্ত্র সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বারাণসীর বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, অস্ত্রটি কোনো নারীর কাছে থাকলে এবং তিনি বিপদে পড়লে সহজেই তা ব্যবহার করে বিস্ফোরণের মতো শব্দ ঘটাতে পারবেন। বিকট ওই শব্দ শুনেই আক্রমণকারী ভয়ে পালিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, ওই শব্দে ছুটে আসতে পারেন আশপাশের বাসিন্দারা। পাশাপাশি আক্রান্ত নারী ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ওই যন্ত্র থেকেই পুলিশের জরুরি নম্বরে বিপদ সংকেত পাঠাতে পারবেন। ৫০০-৬০০ টাকার মধ্যেই নারীরা কিনতে পারবেন এটি। কেক খাওয়ার প্রতিযোগিতায় মৃতু্য যাযাদি রিপোর্ট অস্ট্রেলিয়ার বিশেষ ধরনের কেক লেমিংটন। মাখন, চকলেট আর নারকেল দিয়ে বানানো হয় এই কেক। অস্ট্রেলিয়া ডে উপলক্ষে এক অনুষ্ঠানে কে কত বেশি লেমিংটন খেতে পারে তারই প্রতিযোগিতা চলে। আর সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্রম্নত কেক খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গিয়েছেন এক নারী। বিবিসির খবরে জানা যায়, রোববার কুইন্সল্যান্ডের হার্ভে বেতে একটি হোটেলে কেক খাওয়ার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন ৬০ বছর বয়সী ওই নারী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই নারী পুরো মুখভর্তি করে কেক নিয়েছিলেন। সেটি খেতে তার অসুবিধা হচ্ছিল। প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর ওই নারীকে ঘটনাস্থলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী আটক লামা (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর ঘাতক (স্বামী) মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ। সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আছে এমন সন্দেহ করে রোববার দিনগত রাতে শাহিনা আক্তারের সাথে স্বামী জাকির হোসেনের ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে শাহিনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। র্ যাবের ভুয়া মেজর আটক স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরের রাজৈর টেকেরহাট বন্দর থেকে রোববার রাতে মো. রকিবুজ্জামান (৩২) নামে এক ভুয়ার্ যাব কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রতারণার অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরের্ যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বের্ যাবের একটি দল রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়ার্ যাব কর্মকর্তা মো. রকিবুজ্জামানকে আটক করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার র্(যাবের মনোগ্রাম লাগানো), ৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম উদ্ধার করা হয়।