চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতির ডাক

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ২৮২ জন প্রাইম মুভার ট্রেইলার চালকসহ অন্য চালকদের সরাসরি পরীক্ষা নিয়ে ভারী শ্রেণির লাইসেন্স দেওয়ার দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রাইম মুভার ট্রেইলার চালক ও সহযোগীসহ সব পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দেওয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইন উদ্দিন প্রমুখ। , বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, চট্টগ্রাম ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, পরিবহণ শ্রমিক নেতা মো. জামাল রশিদ, সেলিম খান, বেলাল হোসেন, আবুল খায়ের, নূর মো. বাদশা, কায়েস চৌধুরী প্রমুখ। ৩০ জানুয়ারির আগে ভারী লাইসেন্স সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহণ শ্রমিক নেতারা। এদিকে, বন্দরের কনটেইনার পরিবহণে দ্রম্নত ও কার্যকর প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতির ডাকে আমদানিকারক, শিল্পোদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।