ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীসহ নিহত ৪

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রের মৃতু্য হয়েছে। বেলা আড়াইটার দিকে উপজেলার বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। আমাদের কাশিয়ানি সংবাদদাতা জানান, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী উপজেলার নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান (রুহিন) (১৫), দশম শ্রেণির ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে এবং একটি মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময়ে তারা মোটর সাইকেল নিয়ে রেল গাড়ির সামনে পড়লে এ দুর্ঘটনার স্বীকার হয়। ঘটনাস্থলেই তারা মারা যায়। কাশিয়ানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের অপর বন্ধু দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান (১৫)-কে মুমূর্ষু অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। কাশিয়ানী থানার সাব-ইন্সপেক্টর রতন বৈরাগী জানায়, তারা চার বন্ধু একটি পিলাটিনা মোটর সাইকেলে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেল ক্রস অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেনের সাথে বেঁধে গেলে এ দুর্ঘটনা ঘটে এবং তিনজন নিহত একজন আহত হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আবুল হোসেন (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কর্চ্চাডাঙ্গা রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক আব্দুল জব্বার মারাত্মক আহত হয়েছে। আহত আব্দুল জব্বারকে স্থানীয় জনতা উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, গত মঙ্গলবার সকালে শাহাপুর মসজিদ পাড়ার মৃত: জুড়ন মন্ডলের ছেলে আবুল হোসেন (৫০) পার্শ্ববর্তী গ্রাম কর্চ্চাডাঙ্গা লাইনপাড়া গ্রামের মৃত গণি ফকিরের ছেলে আব্দুল জব্বার (৫০)-এর মোটর সাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কর্চ্চাডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আবুল হোসেন ঘটনাস্থলেই মৃতু্যবরণ করে।