সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কমলা বিক্রেতার পদ্মশ্রী জয় যাযাদি ডেস্ক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন হারেকালা হাজ্জাবা নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন কমলা বিক্রেতা। ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইন প্রতিবেদনে স্থানীয় বন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, গত শনিবার যখন আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত কর্ণাটক রাজ্যের হারেকালা হাজ্জাবার নাম ঘোষণা করা হচ্ছিল তখন তিনি মাথায় ডালাভর্তি কমলা নিয়ে পথে পথে তা ফেরি করে বিক্রি করছিলেন। কর্ণাটক রাজ্যের নিউপাদাপু গ্রামের বাসিন্দা ৬৪ বছর বয়সী হারেকালা হাজ্জাবার পুঁথিগত কোনো বিদ্যা নেই। কিন্তু কমলা বিক্রির আয়ের সামান্য অর্থ সঞ্চয় করে ২০০০ সালে তিনি অধিকারবঞ্চিত শিশুদের জন্য নিজ গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর আগে তার গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। তার ওই উদ্যোগকেই পুরস্কৃত করা হয়েছে। হাতির ভয়ে গাছে ১৩ বছর! যাযাদি ডেস্ক ভুটানের জঙ্গল থেকে নেমে আসা বুনো হাতির দল প্রায়ই তছনছ করত পুরো গ্রাম। নিজের চোখের সামনেই হাতির দল ভেঙে দিত কষ্টে তৈরি ছোট্ট ঘরটি। এক-দুবার নয়, বেশ কয়েকবার হাতির পাল ঘর ভেঙে দেয়ায় বিরক্ত হয়ে গাছের ওপর ঘর বাধার সিদ্ধান্ত নেন বিজয় নামের এক যুবক। সেই থেকে ১৩ বছর ধরেই গাছেই বসবাস তার। আনন্দবাজার পত্রিকা বলছে, বিজয় গাছের ডালে তৈরি ঘরে বাস করেন। আগে অন্যের বাড়িতে কাজ করে নিজের খাবার জোগাতেন। তবে গাছে থাকা শুরুর পর থেকেই বন্য ফলমূল খেয়ে জীবন ধারণ করেন তিনি। এজন্য গ্রামের সবাই তাকে 'বনমানুষ' বলে ডাকেন। ঘটনাটি ভারতের আসাম রাজ্যের বাক্সা জেলার মুসলপুরের। বিজয় বলেন, 'একদিন ভাবলাম রাতে যেহেতু হাতির ভয়ে গাছেই উঠতে হয়, তাহলে আর মাটিতে ঘর গড়ে কি লাভ? কাঠ-খড় জোগাড় করে গাছেই ঘর বানাই। সেই থেকে গাছেই আমার বসবাস।' ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় রাসেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পার-গুরনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন উপজেলার গুরনই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে রাসেল গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ি পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাসেলকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।