হয়রানির অভিযোগ বিএনপির কাউন্সিলর প্রার্থীদের

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বিভিন্ন ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীনদের দেখিয়ে দেয়া বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ বিএনপির কাউন্সিলর প্রার্থীর। কোনো কোনো ওয়ার্ডে বিএনপির প্রার্থীদের পোস্টার কেটে ফেলা হচ্ছে। নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ উঠেছে। এসবের মধ্যেও মাঠে আছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নিজের আপন ছোট ভাই কামরুল ইসলাম রাব্বিকে পুলিশ বিনা ওয়ারেন্টে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল। তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগের লোকেরা পুলিশকে দেখিয়ে দিচ্ছেন কাকে গ্রেপ্তার করতে হবে। আর সেভাবেই গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ অনেক কর্মীকে হুমকি দিচ্ছে। শরিফউদ্দিন জুয়েল বলেন, ২৭ জানুয়ারি ছালেহা ও রিজিয়া নামের বিএনপির দুই মহিলা কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। শত বাধার মধ্যেও তারা গণসংযোগে আছেন। এদিকে মঙ্গলবার আলিফ আইডিয়াল স্কুল, ছিন্নমূল স্কুল, ছালেহা গার্ডেন ও স্থানীয় রায়বাজার এলাকায় গণসংযোগ চালিয়েছেন ডিএনসিসির ৩৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ আমাদের পোস্টার কেটে ফেলছে। ব্যাপকভাবে পোস্টা কাটছে। পুলিশ কর্মীদের থ্রেট দিচ্ছে। পুলিশি হয়রানি বন্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান ঠেলাগাড়ী প্রতীকের প্রার্থী মাসুম খান রাজেশ। শিয়া মাজার ঢাল, শাহীনবাগ ও পশ্চিম নাখাল পাড়া এলাকায় গণসংযোগ করেছেন ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজল। তিনি জানিয়েছেন, এলাকার মানুষ লাটিম প্রতীকের পক্ষে রয়েছে। গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। ডিএনসিসির ৪০ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান আতা'র (চেয়ারম্যান) টিফিন ক্যারিয়ার প্রতীকে গণসংযোগ চালাচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড-এ বিএনপির কাউন্সিলর প্রার্থী হাজী দেলোয়ার হোসেন দুলু গণসংযোগে ব্যস্ত রয়েছেন। ২৮ জানুয়ারি তিনি নিজ নির্বাচনী এলাকায় ঘুড়ি মার্কায় ভোট চেয়েছেন।