আথির্ক প্রতিষ্ঠান বিভাগ, শিল্প কৃষি ও ক্রীড়ায় নতুন সচিব

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শিল্প, কৃষি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আথির্ক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। শিল্প সচিব মুহাম্মদ আবদুল্লাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল হককে পাঠানো হয়েছে আথির্ক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে। আথির্ক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. ইউনুসুর রহমান গত ১৬ অগাস্ট অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। প্রধানমন্ত্রীর কাযার্লয়ের গভনের্ন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আব্দুল হালিমকে ভারপ্রাপ্ত শিল্প সচিব করেছে সরকার। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ গত ১৮ আগস্ট পিআরএলে গেছেন। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কমর্কতার্ আবদুল্লাহ ২০১৫ সালের ২০ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিসিএস প্রশাসন একাডেমিতে রেক্টর পদে যোগদান দেন। ২০১৬ সালের ১৪ জুন সচিব পদে পদোন্নতি পান তিনি। শিল্প সচিবরে দায়িত্বে যোগ দেয়ার আগে তিনি নিবার্চন কমিশনের সচিবের দায়িত্বেও ছিলেন। সচিব পদে পদোন্নতির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের দায়িত্বও সামলান আবদুল্লাহ। জামালপুরে জন্ম নেয়া আবদুল্লাহ ভোলা সদর ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা নিবার্হী কমর্কতার্ এবং খাগড়াছড়ির জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কমর্কতার্ আবদুল হালিম ২০১১ সালের জুন থেকে প্রধানমন্ত্রীর কাযার্লয়ের গভনের্ন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি মাগুড়ার জেলা প্রশাসক ছাড়াও নওগঁার মহাদেবপুর, রংপুরের কাউনিয়া এবং ফরিদপুরের সদরপুর উপজেলার ইউএনওর দায়িত্বে ছিলেন।