শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'সশস্ত্র সন্ত্রাসী' নিয়ে উদ্বেগ কাদেরের

নতুনধারা
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন কেন্দ্র পাহারার নামে 'সশস্ত্র সন্ত্রাসীরা' ভোটের পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। একটা বিষয় খুব উদ্বেগজনক, সেটা হচ্ছে নির্বাচনকে সমনে রেখে বহিরাগতদের জড়ো করা এবং অস্ত্রধারীরাও এর মধ্যে আছে।'

নির্বাচন কমিশনকে বিষয়টি 'জরুরি ভিত্তিতে' দেখার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, 'অভিযোগ আছে, খবর আছে-নির্বাচনের দিন কেন্দ্রে পাহারার নামে সশস্ত্র সন্ত্রাসীরা পরিবেশ বিঘ্নিত করতে পারে। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে পারে। সেই অবস্থায় নির্বাচন কমিশনকে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে।'

বহিরাগতদের উপস্থিতি কোন দলের বেশি-সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে বিএনপি সারা বাংলাদেশ থেকে বহিরাগতদের এনে ঢাকায় জড়ো করছে। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, দাগি সন্ত্রাসীরাও রয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।'

আওয়ামী লীগ নেতারা যেখানে বিএনপিকে 'ভঙ্গুর' দল হিসেবে বর্ণনা করেন, সেখানে তারা যদি সত্যিই সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করতে পারে কি না এবং সুসংগঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রে কী করছে- সেই প্রশ্ন করা হয়েছিল সেতুমন্ত্রী কাদেরকে।

উত্তরে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করে... এখনতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত। নির্বাচন কমিশন যেভাবে আদেশ দেবে, নিয়ন্ত্রণ করবে, তারা সেভাবে চলবে।'

কাদের বলছেন, তিনি নিজে বিএনপিকে 'ভঙ্গুর দল' বলতে রাজি নন।

'এভাবে বলা ঠিক নয়। বিএনপি আওয়ামী লীগবিরোধী শক্তির একটা পস্ন্যাটফর্ম। কাজেই এই শক্তিকে একেবারে দুর্বল বা ভঙ্গুর বলা আমি মনে করি সমীচীন নয়। তাদেরও সমর্থন আছে। দলের অবস্থা খারাপ থাকলে সন্ত্রাসী থাকবে না এমন তো নয়। তাদের সমর্থক সারা বাংলাদেশে আছে, এটা হলো বাস্তবতা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86555 and publish = 1 order by id desc limit 3' at line 1